গলা কাটা লাশ
আম্মুঃমা তুই সাবধানে থাকিস আমরা ২ দিন পরেই চলে আসব।তুমি চিন্তা কর না আম্মু আমি থাকতে পাড়ব। আব্বু আম্মু কে বিদায় দিয়ে নিজের রুম এ চলে গেলাম। ছুট ভেলা থেকেই আমার একলা থকতে ভাল লাগে তাই মন টা বেশ ভাল লাগছে আজকে। আজ অনেক গরম পরেছিল তাই ঘড়ে ঢুকেই ওয়াশরুম এ চলে গেলাম। হঠাৎ কিসের আওয়াজ শুনে ধ্যায়ান ভঙ্গল।আমি তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেড় হলাম। কই কিছুই ত দেখছি না মনে হয় আমার মনের ভুল হবে।আজ আকাশ টা বেশ পরিষ্কার মনে হচ্ছে পূর্ণিমা। ছাদে গেলে কেমন হয় যেই ভাব সেই কাজ। ও হ্যা আমাদের বাড়ির বর্ণনা টা দিয়ে দেই। ৩ তলা বাড়ি,, বাড়ির পাশেই একটা কবরস্তান। বাড়ি টা বেশ পুরনো ৮০ দশকের হবে।বিশাল বড় জায়গা ঝুরে বাড়ি টি তৈরি করেন। ছেদে উঠে মনে হল কেউ ছেদের দক্ষিণ পাশে বসে আছে আমার ভিতর তেমন ভয় নেই তাই সাহস করেই দেখতে গেলাম কে কে ওখানে কোন কথা বলল না আমি একটু ভয় পেয়ে গেলাম চুরটুর নয়ত। আস্তে আস্তে ওর কাছে যেতে লাগলাম মনে হচ্ছে কোনন মেয়ে এখন কান্নার শব্দ শুনা যাচ্ছে আমি রীতিমতো চমকে উঠলাম। কে,,,,,কে আপনি এখা,,নে কি করছেন।এবারো কোন কথা নেই শুধু কান্নার শব্দ শুনা যাচ্ছে। হাঠতে হাঠতে
ওর একেবারে কাছে চলেগেছি। এবার মেয়েটি কান্না বন্ধ করে আমার দিকে তাকালো। রাস্তার লাইট এর আলোয় চার পাশ পোড় স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ওর দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম। এমন চেহারা কোন মানুষ এর হতে পাড়ে না ওর মুখ থেকে মাংস খুলে খুলে পড়ছে। চোখের মনি টা পোড় লাল বর্নের আমার মনে হচ্ছে এখনি জ্ঞান হাড়াব। শরিরের সবটুকু শক্তি এক করে এক দউর দিলাম হাপাতে হাপাতে বিছানায় বসে পড়লাম। গলা শুকিয়ে পুড় কাট হয়ে গেছে। মুবাইল টা বেড় করে আম্মু কে কল দিবার জন্য নিলাম। কিন্তু মুবাইল এ চার্জ নেই নিজেকে বড় অসহায় মনে হল।দরজা লক কড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। হঠাৎ মনে হল কিচেন এ কি যেন পড়ল।আমার বুকের ভিতর নাড়া দিয়ে উঠলো। কিছুক্ষণ পড়। ডাইনিং রুম এ গ্লাস পড়ার শব্দ শুনতে পেলাম। আমি নিজেকে আর শক্ত করে সুরা পরার চেষ্টা করলাম কিন্তু আমার অবস্তা এতই খারাপ যে আমার মুখের ভিতর থেকে কোন শব্দ বের হল না।এবার মনে হচ্ছে আমার দরজায় কে টুকা দিলো।আমার এখন জ্ঞান হারানোর কথা কিন্তু আমি বরফ এর মতো হয়ে গেছি একদম। এবার রুম এর লাইট টা নিভে গেল আমি বুঝতে পারলাম আমার অন্তিম সময় চলে এসেছে। আমার গলায় একটা শিতল হাতের ছুয়ায়,,,জ্ঞান হারালাম,,,।২ দিন পর আব্বু আম্মার আমার ঘড়ের, লক খুলে আমার মৃত দেহ দেখে কান্না করার বাকশক্তি হারিয়ে ফেলে তারা কেন জানেন কারন আমার লাশ থেকে মাথা আলাদা ছিল।
বিঃদ্রঃগল্প টি সম্পুর্ন কাল্পনিক।
That was nice.. For more amazing post you can visit Auto Accident Attorney Near Me
ReplyDelete