কোন এক শেষ রাতের করুন কাহিনী।
কোন এক শেষ রাতের করুন কাহিনী।
আমার রুমে আমরা তিন জন থাকি। রুমের তিন কর্নারে আমাদের তিন জনের সিট। মশার অত্যাচারে আমরা তিন জনই মশারি দিয়ে থাকি। প্রায় রাতেই আমি স্বপ্ন দেখি তবে কোন ভয়ানক স্বপ্ন নয়। আন্যদিনের মতো আজকেও আমি কোন স্বপ্ন দেখছিলাম। এক পর্যায়ে আমি বুঝতে পারি যে আমার ঘুম ভেঙ্গে গেছে। সকালের হালকা আলো দরজা দিয়ে রুমে প্রবেশ করেছে কিন্তুু আমি নড়াচড়া করতে পারছিনা। এই বিষয়টিকে আমি অবশ্য কোন সিরিয়াস নিয়েছিলাম না। তো আমি আমার বাম পার্শের বড় ভাইয়ের সিটের দিকে মুখ ফিরিয়ে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম যে তার পায়ের নিচের দিকে এক মহিলা কালো পোশাকে মশারির উপর দুই হাত বাড়িয়ে দিয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক। শুধু দুই হাতের তালু ও মুখটা আপরিষ্কার ভাবে চেনা যাচ্ছে। আমি সাধারনত ভিতু কিন্তুু এই সময় আমার মাঝে কোন ভয় কাজ করছে না। শুধু এই মহিলাটিকে স্পষ্ট ও এই ঘটনাটি বাস্তব না স্বপ্ন তা বোঝার জন্য আমার ভিতরে এক অন্যরকম কোতুহল কাজ করছে। এই সময় আমার চোখ হালকা খোলা ছিল। আমি সম্পূর্ণ চোখ খোলার চেষ্টা করলাম কিন্তু কেন জানি পারছিলাম না। আমার শরীর মনে হচ্ছে অবশ হয়ে আছে। হাজার চেষ্টা করেও আমি উঠতে পারছি না। এই সময় আমি একটু ভয় পেয়ে গেলাম, আমি আওয়াজ করার চেষ্টা করলাম কিন্তুু বুঝতে পারলাম আমার আওয়াজ মুখ দিয়ে বেরুচ্ছে না। এই দিকে কালো পোশাক ধারি মহিলাটি কে দেখলাম যে তার হাত এখনও মশারির উপর। আপরিষ্কার ভাবে তার মুখে আমি দেখতে পাচ্ছি সে কি যেন বলছে কিন্তুু শোনা যাচ্ছে না। আমি বুঝতে পারলাম ঘটনাটি বাস্তব। আমি আবারও ওঠার চেষ্টা করলাম এবং কোন কাজ হচ্ছে না। এই মূহুর্তে আমি শুধু চাইছিলাম কোন আওয়াজ করতে যাতে সবার ঘুম ভেঙ্গে যায় এবং মহিলাটি যেন চলে যায় আর কারো যেন কোন ক্ষতি না করে। এই সময় আমার মাথা কাজ করছিল না যে আমি কি করব। ভাবলাম দুই হাত দিয়ে তালি দেবার চেষ্টা করি। দুই হাত দিয়ে তালি দিচ্ছি কিন্তু আমার মনে হলো কেও শুনতে পারছে না আবার আমি অনুভব করলাম যে আমার হাত দুইটি যে ম্থানে ছিল ঠিক সেই স্থানেই আছে। এই বার আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি ঘটছে। আর এই বড় ভাইয়ের ই বা এই মহিলাটি কি ক্ষতি করতে চায়। এই সময় আমি ক্যালিমা পড়া শুরু করলাম। অনেক শব্দ করে ক্যালিমা পড়তে চাইলাম কিন্তু এখনও আমার মুখ দিয়ে কোন আওয়াজ বেরুচ্ছে না। আমি মনে মনে ক্যালিমা পড়েই চলেছি। এই সময় আমি লক্ষ করলাম মহিলাটি মশারি থেকে হাত কাঁপতে শুরু করেছে। আস্তে আস্তে সে দেওয়ালের দিকে যাচ্ছে আর মশারির জন্য আমি তাকে আরে অস্পষ্ট দেখতে পাচ্ছি। মহিলাটি দেওয়ালের সাথে হেলান দিয়ে আছে এবং কাঁপতে কাঁপতে শূন্যে মিলিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সে হারিয়ে গেল।আর আমি অনুভব করলাম যে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। সাথে সাথে আমি বিছানা থেকে উঠে বসলাম আর দেখলাম যে ওরা দুই জন এখনও গভীর ঘুমের মধ্যে রয়েছে।
No comments